কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’তে শব্দসাঁকো পত্রিকা আয়োজিত ‘ শ্রাবণের ধারার মতো ‘ রবি প্রণাম মঞ্চে শব্দসাঁকো পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হলো।
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সুবোধ সরকার , অতনু নন্দী , কবি ঝর্ণা ভট্টাচার্য্য , কবি প্রিয়াঙ্কা কর্মকার পিহু ছাড়াও আরও অনেকে।
প্রবীন ও নবীন দুই কবি, শ্রদ্ধেয় সুবোধ সরকার ও অতনু নন্দী।
পত্রিকার সম্পাদক সৌরভ বিশাই মহাশয়ের এই প্রয়াসকে আন্তরিক ভাবে স্বাগত জানাই শ্রাবণের ধারার মতো ‘ রবি প্রণামের মঞ্চ হতে ৩০০ পাতার একটি মননশীল পত্রিকা প্রায় ৪৫০জন বিশিষ্ট কবি সাহিত্যেকের লেখা তিনি আজ উপহার দিলেন বাংলা সাহিত্যের বুকে।
‘শব্দসাঁকো পত্রিকা’র জন্য রইল সব খবর এর পক্ষথেকে এগিয়ে যাওয়ার শুভ কামনা।