কাজী ইমরান : এটিকে বনাম কেরালা ব্লাস্টার্স এর উদ্বোধনী ম্যাচে দিয়ে শুরু হল ষষ্ঠতম আইএসএল। বৃষ্টি উপেক্ষা করেও উদ্বোধনী ম্যাচে ছিল চাঁদের হাট। এদিন গ্যালারির রং হলুদ হয়ে উঠেছিল এবং কানায় কানায় ভর্তি ছিল গোটা গ্যালারি। কিন্তু প্রথম অ্যাওয়ে ম্যাচেই হেরে গেল এটিকে। খেলার শুরুর ৬ মিনিটের মাথায় ম্যাকহাগের গোলে এগিয়ে যায় এটিকে। দুরন্ত শুরু করলেও শেষ রক্ষা হয়নি। মাঝমাঠ ও রক্ষণের বেশকিছু দুর্বলতা রয়েছে এটিকের । ২৯ মিনিটের মাথায় কেরলের রডরিগেসের জার্সি টেনে ধরে প্রণয় হালদার ফলে রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন এবং পেনাল্টি থেকে সমতা ফেরান ওগবেচে। ৪৫ মিনিটের মাথায় ওগবেচে আরও একটি গোল করে ২-১ করে ফেলল ।প্রথমার্ধে খেলার স্কোর ২-১ ই থাকে ।দ্বিতীয়ার্ধেও কোন দল করতে পারেনি, ফলে আইএসএল এর প্রথম ম্যাচে ২-১ গোলে এটিকেকে হারাল কেরল ব্লাস্টার্স ।
অন্যদিকে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ইয়ং এলিফ্যান্টস এর বিরুদ্ধে প্রথম ম্যাচই হারলো মোহনবাগান। পাঁচ বিদেশি নিয়ে খেললেও বিদেশিহীন ইয়ং এলিফ্যান্টস এর বিরুদ্ধে জঘন্য খেললো তারা। শুরুতে জোসেবা বেইতিয়ার কর্নার থেকে জুলেন কলিনাসের গোলে এগিয়ে গেলেও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাগান ব্রিগেড। ৪৩ মিনিটের মাথায় সোমজায় কেহনামা গোল করে খেলার স্কোর ১-১ করে দেয়। দ্বিতীয়ার্ধে এলিফেন্টসকে চাপে ফেললেও কাজের কাজটি হয়নি।গোল করতে ব্যর্থ বাগান প্লেয়াররা ।৮৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান কিন্তু পেনাল্টি থেকে গোল মিস জোসেবা বেইতিয়ার । কিন্তু প্রতি আক্রমণে ইয়ং এলিফ্যান্টসের হয়ে জয় সূচক গোলটি করেন সোমজায় কেহনামা। ফলে প্রথম ম্যাচেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হলো মোহনবাগান।