পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ইতিমধ্যেই রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোটে তিনটি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। এরপর থেকে অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মীদের উপর বর্বর অত্যাচার করছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর উত্তর-পূর্ব মন্ডলের বিজেপির নেতা কর্মীদের এইসব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করা হয়। এতিম কোটা ভগবানপুর এলাকায় মিছিল পরিক্রমা করা হয়। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী লক্ষ্য করা যায়।
Home পশ্চিম মেদিনীপুর বিজেপির নেতা কর্মীদের উপর তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল।