নিজস্ব প্রতিনিধি ,খড়গপুর:-খড়গপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে সোমবার সন্ধ্যায় প্রচারে উপস্থিত হয়েছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্রনাথ তেওয়ারি।খড়গপুর পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে একটি পথসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন -ধরুন প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে জিতলেন, আর আপনাদের ওয়ার্ডে দুশো ভোটে হেরে গেলেন। তাহলে আপনাদের কাউন্সিলর কোন মুখে গিয়ে উন্নয়নের জন্য পাঁচ লাখ বা পঞ্চাশ হাজার টাকা বেশি করে চাইবে? বেশি করে ভোট দিয়েছে জেতালে প্রদীপ সরকারের কাছে বলতে পারবেন -আমার ওয়ার্ডে বেশি করে ভোট পেয়েছেন তাই আমার ওয়ার্ডের লোকজনের জন্য বেশি করে ভাবতে হবে। এদিন নিজের বক্তব্যে দিলীপ ঘোষ কেও কটাক্ষ করে বলেন-উনি বলেছেন গায় থেকে সোনা বের হচ্ছে।আমি ওনাকে বলবো আপনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নিন ,না হলে বিজ্ঞানী হয়ে যান। ওখানে গিয়ে বড় গরুর দুধ থেকে সোনা বের করুন, গোবর থেকে হীরা বের করুন। ওইসবই করুন। কারণ আপনার এইসব কাজের থেকে ওইদিকেই ধ্যানটা একটু বেশি থাকে। রাজনীতি আপনার জন্য নয়। এখানে বরং প্রদীপকে জ্বলতে দিন ।ওকে কিছু কাজ করতে দিন মানুষের জন্য।
Home পশ্চিম মেদিনীপুর বেশি ভোট দিলে, উন্নয়ন চাওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকবেন-তৃণমূল প্রার্থী প্রচারে মন্তব্য...