তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রামের সরডিহা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।

0
348

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- শনিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয় । ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল সবুজায়নের লক্ষ্যে সবুজের অভিযান। ওই কর্মসূচিতে সামিল হয়েছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু ও তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কো-অর্ডিনেটর অজিত মাহাতো, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।শনিবার সরডিহা অঞ্চলের ফাঁকা জায়গায় এক হাজারের বেশি চারা গাছ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লাগানো হয়। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির কোঅর্ডিনেটর অজিত মাহাতো বলেন সবুজায়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি তৃণমূলের কর্মী ও সমর্থকদের লাগান চারা গাছগুলিকে বড় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি নিজেদের এলাকায় সকলকে সবুজয়ানের জন্য বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আবেদন জানান। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগানোর প্রয়োজন বলে তিনি জানান। তাই ওই এলাকার সর্বস্তরের মানুষকে নিজেদের ফাঁকা জায়গায় চারা গাছ লাগানোর জন্য তিনি আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here