পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

0
215

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার একদিকে বিজেপির কর্মসূচিকে ঘিরে উত্তাল কলকাতা,অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দিন গঠন প্রক্রিয়ায় পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিককে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন, এই দিন খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে বেরিয়ে নব সভাধিপতি উত্তম বারিক জানান যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন, আগামী দিনের নিষ্ঠার সঙ্গে পালন করা হবে, পাশাপাশি যেসব কাজ এখনো পর্যন্ত হয়নি সেইসব কাজের উপর নজর দিতে হবে, অন্যদিকে বারবারই বিরোধীরা অভিযোগ তুলছে সরকারি ফান্ডে না টাকা থাকায় বহু কাজ আটকে পড়েছে, সেই প্রসঙ্গ নিয়ে তিনি বলেন তারও অন্য ভাবনা চিন্তা করতে হবে, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি জানান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠনের পাশাপাশি পুজোর আগে দলীয় কর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দিন তার লেখা গান এবং সুর দিয়ে গান করে কর্মীদের উৎসাহিত করেন, পাশাপাশি একাধিক সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয় এই দিন, অন্যদিকে যে সমস্ত পুরাতন কর্মী অসুস্থতার কারণে মারা গেছেন, সেইসব কর্মীদের পরিবারের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here