অশ্বত্থ পাতার মাউথ অর্গান : সৌগত রাণা কবিয়াল।

0
1203

হঠাৎ বুকের ভেতর হাপুস দিলো……!

আলোর পৃথিবীতে অন্ধকার চোখ মেলে,
চিৎকার করে উঠলাম,

কে…? কে…? কে….?

না, তেমন কিছুই ছিলো সেখানে…
আমার নিঃসন্তান বারান্দায় দুটো জোনাক প্রাণ
শুধুমাত্র পরস্পরকে আঁকড়ে ধরেছিলো….!

আমার ফাঁকা ৮৫০ স্কয়ারফিটের অন্ধকার ঘর
সেই আলোয় ঝলমল করে উঠলো কিছুটা সময়……!

আমি হাসিমুখে জানালা টেনে দিয়ে এক অদ্ভুত সুখে
পরিপাটি বিছানায় গা এলিয়ে দিলাম…!

কান-মনে কে যেন ফিসফাস করে বলে উঠলো..

“আজকের এই জরাজীর্ণ বৃদ্ধা পৃথিবীর বাতাসে
মানুষের চাইতে প্রকৃতির প্রজনন ঢেরবেশি আনন্দের”..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here