খালি পাদু’টো ছুটে চলেছে মেঠোপথ ধরে;
অভিমন্যুর মতো লাট্টুর পাকে জীবন ঘুরছে আজ।
দ্যুতে ঘুরিতে ভর করে স্বপ্নগুলো ভাসছে
বৃষ্টি শেষে রামধনু ছোঁওয়ার আশায়।
লোভনীয় জিভ অনেক কিছু খেয়েও
দু’পয়সার ছোট্ট লজেন্সের মিষ্টতা খোঁজে।
ছিপ দিয়ে শব্দ তুলেছি বহুবার
বালতি ভর্তি অভিজ্ঞতাগুলো ছটফট করছে।
সন্ধ্যায় লোডশেডিং হলে লম্ফ আর,
জোনাকির আলোয় তোমার আমার লুকোচুরি খেলা
চ্যাটিং এর মাইলে হাঁটতে হাঁটতে
ঘুমের আগে সেই রুপকথার গপ্পো হারিয়ে গেছে।
ক্যাকটাসের অর্ধেক জীবন পাড় করে
ফিরে যেতে চাই সেই রঙিন ছেলেবেলায়।
অর্পণ লাহা,চন্দননগর,হুগলী
Leave a Reply