মেয়েটা : মহীতোষ গায়েন।

0
576

মেয়েটা যাবে অনেক দূরে পথ যদিও অচেনা
মেয়েটা অনেক উঁচুতে উঠবে,হচ্ছে সেই রচনা,
উঠতে উঠতে অনেক কিছুই দেখছে ও শিখছে
লিখছে মেয়েটা কবিতা,গল্প,পাঠক সব পড়ছে।

মেয়েটা যাচ্ছে চলেই যাচ্ছে পিছনে দেখছে না
মেয়েটা উড়ছে উড়েই যাচ্ছে অতীত ভাবছে না,
মেয়েটা জানে না ভীষণ বিপদ গভীর রাতে চলা
জানে না সে সময় হারালে ফাটাবে না কেউ গলা।

মেয়েটা ভাবছে গুছিয়ে নেব ছেলেটা ছাড়া একা
চলার পথে জানবে মেয়েটা এভাবে যায় না থাকা,
যেভাবে চলছে মেয়েটা জানে না মানুষের কি কষ্ট
জানে না নিজে আঁধারে ডুবলে জীবনের গতি নষ্ট।