তোমার-আমার গল্প : : ডঃ অশোকা রায়।।

আকাশ লিখতে চায় গল্প তোমায়- আমায় নিয়ে।
গঙ্গায় উজান বয়,
রূপকথার গন্ধ পেয়ে।
মেঘের ডানায় ভর করে
মন খারাপ দেয় পাড়ি,
কোন সে অচিনপুরে। তোমার-আমার
ঘুম -ভালোবাসা
সোনার কাঠির স্পর্শে জেগে ওঠে।
তোমার আলগা খোঁপায় দু চার কণা বৃষ্টির ফোঁটা চিকচিক করে ।
চোখে আমার আবেশ ঘনায়,
তোমার আড়চোখের চাউনিতে ।
গাঙে তখন জেলে- ডিঙিতে ভাটিয়ালী গান ভাসে।
আমার মনের ছাউনিতে তোমায় নিবিড় চাওয়া লজ্জায় হাসে।
তাল গাছ আরো মাথা দোলায় তোমার আমার গল্প শুনবে বলে।
হড়পা বানে পা হড়কায় আরো একবার মন।
মিষ্টি নীরবতায় আবার অঙ্গীকারের আবাহণ। গভীরতায় ভালোবাসা নিশ্চুপ।
ভালোবাসা সিঁড়ি বেয়ে মগডালে উঠে বলে, আহা দেরি করো কেনো?
চলো না নেড়েচেড়ে দেখি সেই পুরোনো তোমার-আমার স্বপ্ন।
আজ অনেক দিন বাদে।
ডানা মেলে ঘুরে আসি সেই পুরোনো দিগন্ত।
সংসারের ডিজেলের ধোঁয়ায় মিশে থাকা ভালোবাসা নতুন করে বাঁধবে পথ ফিরে পাওয়ার আনন্দে।
বিষণ্ণ ছায়াপথ ছেড়ে মর্মর গানে ভাসবে বসন্ত।
চলো তুমি-আমি পুরোনো দিগন্তে বেড়িয়ে আসি।
বর্ণমালার চার অক্ষরে বাকি দিনকটা পরস্পরের কাছে থাকি।
9 /1/2021
00.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *