জীবন
কতবার হেঁটেছি এই আকাশে
তারাদের ভীড়ে
চাঁদের কলঙ্কের কথা বলেনি কেউ
কত মহা সমুদ্র দিয়েছি পাড়ি
ঢেউয়ের কথা বলেনি কেউ
সতর্ক সংকেত চোখে পড়েনি কোনো
কষ্ট থেকে প্রত্যাহার করতে গিয়ে
নিজেকে ফেলেছি তুমুল বেঁচে থাকায়
বিনিময় প্রথা
প্রেমের রোদনে ভাষা না থাকলেও চলে
না অর্থ বিনিময়
তোমার দৃষ্টিতে এত ধার
খুন হবার আগে ছিলনা জানা
কারো কারো চোখে তলোয়ার থাকে
আমি তো তলোয়ার কিনেছি
কংশ জলের বিনিময়ে।
Leave a Reply