গুরু, দিন তো গেলো সন্ধ্যা হলো,
পার করো আমারে।
আমার সামনে আঁধার-ভরা নদী,
তুমি সহায় না হও যদি-
আমি কেমনে পাড়ি দিব তারে?
এই ভবসংসারে আসি
পরিয়া গলায় ফাঁসি,
আমি মজিয়া স্বর্ণজালে
ভুইলাসি তোমারে।
দিন ফুরাইল দিনের মতো-
ফুলবাগানের ফুলেরা সব
হারাইল গন্ধ যতো।
এখন আমি সকল ছাড়ি-
অশ্রুনদী দিয়া পাড়ি
পউছাতে চাই তোমার দ্বারে।
১৫/০১/২১