যে পথে হাঁটতে হাঁটতে নির্লজ্জ হয়ে গেছি সে পথেই আমার একান্তের পায়চারি।
এই সহজনগর বৃন্দাবন জুড়ে রাখালিয়া সূর্যাস্ত যে আমার বড্ড নিজের নির্বাণ আলো।
সুদূরের ছায়াবীথি ঠিকানাকে বারবার নীল বুকে জড়াতেই ইচ্ছে করে।
রাখাল বিকেল জানে গোধূলির গভীরতা কতখানি।
আমি সহস্রবার শ্রাবন্তীর কাছাকাছি হই বলেই মাটি স্বজন হয়ে ওঠে।
সিঁদুর সন্ধায় গৃহস্থ মনজুড়েও বেঁচে থাকে আভূমি বসন্তবিম্ব।
যতবার সমুদ্রের বুকে যাই ততবারই সবুজে ভূমিষ্ঠ হই।
প্রিয় সবকিছুর কাছাকাছি নিবন্ধনহীন যাপন যেন শ্রীহরিৎ শুভেচ্ছা জানায়।