অমর একুশে ফেব্রুয়ারি :: শিপ্রা দে।।

0
409

বাংলা হবে রাষ্ট্র ভাষা তুললে দাবি শেষে
বাংলা মায়ের দামাল ছেলে জীবন দিল হেসে।
ভাষা শহীদের তাজা রক্তে সিক্ত হলো মাটি
সালাম,রফিক,জব্বর, বরকত ভাষা প্রেমিক খাঁটি।
রক্তস্নাত আন্দোলনের করে স্মৃতি বহন
আত্মত্যাগের চির ভাস্বর স্মরণীয় জীবন।
(১৯৫২)
একুশে সেই ফেব্রুয়ারী বিশ্ব অবাক করে
বাংলা ভাষা রাষ্ট্র ভাষার সম্মান অর্জন করে।
একুশ আমার মায়ের ভাষা প্রাণে স্পন্দন আনে
একুশ মোদের গানের কথা আবেগ কম্পন তানে।
একুশ মানে শূণ্য হিয়ায় আকাশ ভরা তারা
একুশ মানে ন্যায় অন্যায়ের প্রতিবাদী যাঁরা।
একুশ হলো এক প্রেরণা আর চেতনার উদ্ভাস
একুশ আবার পলাশ শিমুল আগুন ভরা সুবাস
একুশ আমার রক্তে রাঙা কৃষ্ণচূড়া শাখা
উচ্চশিরে একুশ অমর ফেব্রুয়ারি গাঁথা
একুশ আমার অহংকার সে আসুক যে বারংবার
একুশ হলো অমোঘ ভাগ্যলিপি পূর্ব বাংলার।