কবিতা যখন নীবর হাতিয়ার
তোমাকে তখন কিসের ভয় ?
তোমার কারাগার, আমার শব্দ সম্ভার
তোমার একে-সাতচল্লিশ, আমার কলম
চলো, যুদ্ধে নামি।
তুমি ছুঁড়বে গ্রেনেট-গোলা-বোমা
আমি ছুঁড়বো শব্দ বারুদ অ আ ক খ।
আমি জানি, তুমি হেরে যাবে বারংবার
আমি জানি, কবিতার মত অস্ত্র তোমার নেই
আমি জানি, তোমার সৈনিকেরা-
আমার বর্ণমালার মত সুসজ্জিত নয়।
ঢাকা / বাংলাদেশ