একুশে ফেব্রুয়ারি : রত্না ব্যানার্জ্জী।

0
439

ভাষার জন্য একুশের আন্দোলন,
আমি সেই ভাষায় কথা বলি,
মাতৃগর্ভে ছিলাম অবলা,
মা যে আমার বাঙালি।

স্বাধিনতার আলোর পিছে,
আঁধার আজও ভারি,
বাংলা ভাষা ঘরের মধ্যে,
ভাষা হয়নি সরকারি।

ভাষার জন্য রক্তে রেঙেছে,
কত কত রাজপথ।
বীরের মতো প্রাণ দিয়েছে,
সালাম,রফিক জব্বার ও বরকত।

বাংলা ভাষার মধুর কলিতে,
বাউলের সুর বেড়ায় ভেসে,
বেজে ওঠে রাখালের বাঁশি,
উথাল নদীতেই নাচে নদী।

বাংলা আমার মাতৃ ভূমি,
বাংলা আমার মা।
বাংলা আমার শয্যাভূমি,
বীর বীরাঙ্গনা।

বাংলা আবার গর্জে উঠুক,
আবার উঠুক জেগে।
মাটি থেকে আকাশ ধ্বনিত হোক,
বাঙালির মুখে মুখে।

ওরা আছে ওরা বেঁচে আছে,
ওদের কি ভুলতে পারি ?
ওরাই আসে ফিরে ফিরে !
নিয়ে একুশের ফেব্রুয়ারি।