কলমের বিজ্ঞাপন : কাঞ্চন রায়।

0
437

আমার কলমটা তুমি নেবে ?
সোনার কলম….
শুনেছি তোমার লেখার হাত খুব খাসা,
শব্দ-মোচড়ে সাদামাটা কথায় ধরিয়ে দাও আগুন ?
কল্পনার ডানা মেলে বৃষ্টি আনো যখন তখন,
এক বিন্দু বাস্তবকে টেনে দাঁড় করাও গোটা একটা উপন‍্যাস-এ,
আবার গল্প লিখে পাহাড়কে’ও ভাসিয়ে রাখো কাঠের ভেলায় ?
তবে আমি ওসব ছাই-পাশের ধারও মাড়াই না কখনও,
কূটনীতি আর বারোয়ারি কাজেই বেলা বয়ে যায় —
তাই একটা ‘ লিখিয়ে ‘ রাখা, আমার বরাবরের সাধ ।
শুনেছি কলমের ডগায় নাকি বুলেটের চেয়ে বেশি ধার ?
আমার কলমটা তোমায় দেবো যদি নাও….
বাড়ি দেবো গাড়ি দেবো পয়সা কড়ি যা চাও;
কমিশনে পদ দেবো; ” সম্মান পুরস্কার ” ?
তা তো আছেই…..
শুধু নিয়ম করে খবরে-কাগজে দু’কলামের
বিজ্ঞাপন,
মাঝে মাঝে ” প্রশংসা আর কবিতার ককটেল ” ;
যারা বিরোধী তাদের দোষ গুলো
লেখার প‍্যাঁচে, তিল থেকে করবে তাল ।
ছন্দ মিলিয়ে এমন একটা স্তবগান লিখবে–
যেন ঘর পোড়া এই সংসারে আমিই ত্রাতা, অবিনশ্বর ।
তবে যখন আমার দূর্নীতি উপচে যাবে বাঁধ,
মূল বিষয়টি আড়াল করে অল্প কিছু মন্দও লিখবে–
পাছে জনসাধারণ ষড়যন্ত্র টের পায় …..
আমার কলমটা তুমি নেবে?
সোনার কলমটা…..

স্বত্ব সংরক্ষিত ©Kanchan Roy