মনের জমিতে ভাবনার ফুলে, কোমল প্রাণের বাংলা ভাষা,
সেই ভাষাতেই অনুভব খোঁজে, মায়ের নরম স্নেহ ভালোবাসা।
সেই ভাষা যেন হিমেল বাতাস,
আবীরে রাঙানো শিমুল পলাশ,
সেই ভাষাতেই রাত ভোর হয়, প্রাণে মনে জাগে নতুন আশা।
বাংলা ভাষায় মাটি ভিজে যায়, হিমেল নরম শিশির ঝরে,
ভাষার দাবীতে মিছিল চলে, হাজার হাজার মানুষেরি ভীড়ে,
জনঅরণ্য স্লোগান তোলে,
অধিকারবোধ মশাল জ্বালে,
দাবীর আওয়াজ ছড়িয়ে পড়ে, দিগন্ত হতে অনেক দূরে।
সেদিন স্লোগান থমকে দাঁড়ায়, বুলেটে বিদ্ধ প্রতিবাদী বুক,
রক্তে ভেজা মাটিতে কখন, পেয়েছিলো তারা, শহীদের সুখ।
রক্তে ভেজা নরম মাটি,
সাজানো-গোছানো কতো পরিপাটী,
বন্ধ চোখের পাতায় তখনো, বাংলা মায়ের মরমিয়া মুখ।
সংগ্রাম শেষে প্রাণের ভাষা ,কথা বলবার অধিকার পায়,
ফেব্রুয়ারির একুশ তারিখে ,সেই ইতিহাস লেখা হয়ে যায়।
বিজয় পতাকা আকাশে ওড়ে,
শহীদের দেহ আগুনে পোড়ে,
দূরে আনমনে উদাসী বাউল, বাংলা ভাষার জয়গান গায়।