বদলেছে বাংলা,বদলেছে সুর, বদলাইনি আমার একুশ : নাফিসা খান।

0
1251

সপ্তর্ষি,বাংলাটা শেখ বাবা,
দূর তুমি শুধু বাংলা, বাংলা করো কেন?
পাপা বলেছেন ,সায়েন্স, ম্যাথ আর গ্রামার
বেশি পড়তে।
কিন্তু,বাবা বাংলা যে আমাদের মাতৃভাষা।
মাতৃভাষা,মানে কি মা?

মায়ের স্নেহ ও মমতা…..

‘কোন দেশেতে তরুলতা –
সগল দেশের’….
‘সগল’ নয় ‘সকল’ দেশের…
আমি ঠিকই তো বললাম,

‘কোন দেশেতে তরুলতা –
সকল দেশের চাইতে শ্যামল’?

কুড়িটা বছর বর্ণমালার পর্যটনে যাযাবর
আমার একুশ আবার ফিরিছে ঘরে ,
প্রভাতফেরির পথে দেখা বরকতের সাথে,
তার অবাক দৃষ্টিতে ডিজিটাল বাংলা…..

ব্যবধান কমিয়ে নত সুরে সে বলল,
“বদলেছে বাংলা, বদলেছে সুর,তবু বদলাইনি
আমার একুশ’….