মাগো জন্ম নিয়ে প্রথম বুলি তোর কাছে শেখা,
বাংলা ভাষা মোদের কাছে মধুর চেয়েও মিঠা।
মাগো ওরা কেড়ে নিতে চেয়েছে……
তোর মুখের বাংলা ভাষা,
জারি সারি ভাটিয়ালি গান……
এ-সব বাংলা ভাষার অমূল্য ভান্ডার!
দিস নাই মাগো নিশ্চল থেকে নীরবে করেছিস্ কান্না।
মাগো ওরা বলে উর্দু হবে বাংলার কথা….
মেনে নেয়নি সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার, নাম না জানা দামাল ছেলেরা আন্দোলন দাবি আদায়ে,
সেদিন রাজপথ রক্ত লালে রঞ্জিত!
কতো মায়ের বুক খালি এসেছে ঠিকই দাবি নিয়ে।
আগুন ঝরা ফাগুনে পলাশ শিমুল কৃষ্ণচূড়ার কেঁদে রঙ করেছে বির্বণ!
রক্তের বিনিময়ে শহীদের আত্মত্যাগে পাই প্রাণের ভাষা বাংলা!
কিন্তু অবাক লাগে মাগো……
বাংলাকে অবজ্ঞা করে কেউ হিন্দি বাংলিশ ভুলে ভরা বাংলা তখন হই লজ্জিত।
মাগো তোর বুকে রেখে গেলো যাঁরা প্রাণ জবাব দে!
একুশ তুমি চির অমর!
শহীদের প্রতি কোটি কোটি সালাম,
বিনম্র শ্রদ্ধা ও সম্মান!