বাসন্তী কাব্য : স্বাতী মন্ডল।

0
535

পলাশে শিমুলে অনুচ্চারিত ফাগুনী আলাপন,
চেয়ে থাকে প্রকৃতি জুড়ে !

আনমনেই এসে ধরা দেয় বাসন্তী কাব্য,
যার কোনো প্রেমিকা নেই সেও বুঝি প্রেমিক আজ !
ছেড়ে গেলেও স্মৃতির চুম্বনে অম্লান,
একাকিত্বের ভাষা বোঝে নীরবতা !

হলুদের অভিসারে এক আকাশ প্রেম,
খেলুক বসন্ত গানে প্রাণে মনে !

একটি বসন্তে নয়;
মন সাজুক প্রেমিক, ভালো থাকুক চিরদিনের পরেও !
প্রতিটা মুহূর্ত ভালোবাসায় অমূল্য হোক !

কুহু ডাকে দিশাহারা আবেগে ভাসে পৃথিবী,
আকাশ ছুঁয়ে কৃষ্ণচূড়া সারি সারি,
মনের খামে শুধু একমুঠো রোদ্দুর উপহার !

আকাশ বাতাস আবিরের রঙে রঙিন,
হঠাৎ মনে তোমাকে ছোঁয়ার বায়না !

মনের চিঠির ইতি টানতে অক্ষম একটা বসন্ত,
মুগ্ধ জলছবিতে ডাকবাক্স ভরে থাক চিরবসন্তে !