একটা দিন কি যথেষ্ট? : অমিতা হাজরা সিনহা।

0
539

এই যে বুকে দুরন্ত নিশ্বাস,
ঘেমো গন্ধ এবং কিছু মোহ,
এলো চুলে আজব আতরদানি,
শরীর জুড়ে রঙের সমারোহ।।

নখের আগায় তুখোড় হলাহল,
জিভের ডগায় ছোবল সাংঘাতিক,
বুদ্ধিতে যার ক্ষুরের মাফিক ধার-
অপাঙ্গে তার হাজারখানেক তীর।।

ভালোবাসলে সে যদি হয় নদী
ঘৃণার সময় প্রবল বিষময়।
যে আঁচলে তেল হলুদে ছোপ,
সেই আঁচলেই অনিন্দ্য আশ্রয় !

চোখ দুটো তার জলভরা কোন মেঘ
সময় মতো শাওন ঘনায় তাতে,
হৃদয়ে তার উপচে পড়ে আলো
চাঁদ উঠেছে ফাল্গুনী কোন রাতে !

খিদের সময় কাতর মুখে গ্রাস,
তখন সে তার ফসলি মাঠের রূপ।
প্রখর জীবন যখন ছড়ায় তাপ
জ্বলন জোড়ায় তার দীঘিতেই ডুব।

সইতে পারে, বইতে পারে ভার !
কুলুঙ্গিতে প্রদীপ হয়ে জ্বলে ,
পলতে হয়ে পোড়ে জীবন তার
তবু আয়নায় তার আবেগ কথা বলে।

কানায় কানায় যে ভরাচ্ছে রোজ
বাঁধছে বাঁধুক শরীর, চুড়ি, শাড়ি।
একটা দিবস যথেষ্ট তার নয়
তিলোত্তমা , অনুপমা ‘নারী’।

— অমিতা হাজরা সিনহা