আড় চোখের চাউনি চেনে মৃদু হাসি ঠোঁটের ফাঁকে
নিষ্পলকে শান্ত গভীর চোখে ডোবার ইচ্ছে জাগে
পরিচয়ের ঘনত্ব গাঢ় বন্ধনে সময় যতই বয়ে চলে
কোলাহল থেকে দূরে দুজন নির্জনে স্বপ্ন বোনে
পরিচয় থেকে পরিণয় ভালোবাসা অনুভূতি
অপেক্ষার মুহূর্তরা প্রহর গোনে মন হতে চায় চিরসুখী
কিন্তু চাইলেই কি সুখী হওয়া যায় আড়ালে হাসে নিয়তি
ভালোবাসার ঝর্ণা তান্ডবে দুঃখের সাগরে বানভাসি
ভালবেসেই কি সুখী হওয়া যায় দুঃখ কি কেবল বিরহে
ধীরে ধীরে ভালোবাসার মানুষ কখন যে যায় পালটে
ভালবাসায় সুখ দুঃখ আছে তবুও মানুষ ভালবাসে
প্রতিশ্রুতি পূরণে ভালবাসা সুখের তাসের ঘরও বাঁধে
কেউ খোঁজে অর্থে সুখ কেউ খোঁজে নামে, কামে
ষোল আনা সুখ কাল্পনিক কেউ কি আছে পৃথিবীতে
সুখ-দুঃখ পাশাপাশি আলোছায়া এক মিলে মিশে
ভবিষ্যত অজানা তবুও ভালবাসা অবলম্বনে জড়িয়ে
সুখী হতে খাঁটি মন লাগে, আর অকৃত্রিম ভালোবাসা
জীবন যদি একলা পথে চলে ভালবাসা বিহীন হতভাগা
ভালো তো জীবনে সবাই বাসে ক্ষণিকের জন্য হলেও একবার
প্রকৃত ভালোবাসা জীবনে কি কখনো ধরা দেয় বারংবার?