মানবতার মুখ : প্রসেনজীৎ চট্টোপাধ্যায়।

0
562

ঘোমটা খুলে খ্যামটা নাচের ভক্ত দেখি কত
কারো রক্ত গরম হচ্ছে, কারো রক্ত পাঁকের মতো ।
কাটাচ্ছে দিন জাঁকজমকে রক্তচোষা জোঁকে
সুযোগ পেলেই দিচ্ছে কামড় কদর্য দাঁড়কাকে ।

স্পষ্ট কথা শুনলে পাপী রুষ্ট হয়ে বলে
পিছন থেকে মারবো তোকে হাজারো কৌশলে ।
চতুর বলে ফতুর হয়ে যাবি প্রতিবাদী
ভিড়লে দলে পেতেও পারিস ভোগবিলাসের গদি ।

লোক ঠকানোর ব্যবসা চলে লোকালয়ের ভিড়ে
কায়দা করে ফায়দা লুটে নিচ্ছে চাটুকারে ।
সত্যবাদী হয় কয়েদী দাঁড়ায় না কেউ পাশে
ভণ্ড খেতাব পাচ্ছে সাধুর মিথ্যাচারের দেশে ।

চক্রব্যূহেই নাভিশ্বাস আজ গর্ভগৃহের মতো
কে নিশানা কার তীরেতে? বাড়ছে কাদের ক্ষত?
হায় রে নীতি, তত্ত্ব, বিবেক, মানবতার কলি
দেশে সিংহাসনের মান না পেয়ে নির্বাসনেই গেলি ।

মন্দ দেখেও অন্ধ বলে হয়তো হবে ভালো
অন্ধকারে হোঁচট খেয়েও জ্বালায় না সে আলো ।
হয়তো যাদের মুখটা নিটোল দেখায় ভাঙা কাঁচে
দুর্গন্ধ ঢেকে আতর মেখে তারাই বেঁচে আছে ।

সত্য যত সহজ সরল মিথ্যা জটিল তত
মিথ্যা গরল, তীক্ষ্ণ কাঁটা, সত্য ফুলের মতো ।
কেন ভদ্র হয়ে মুখ লুকিয়ে পাশ কাটিয়ে চলো ?
সত্য বলে মন্দ হলে সেটাই বরং ভালো ।

নষ্ট কে আর কষ্ট কোথায় বলতে সে-ই পারে
যে মনের ঘরে সিঁধকেটে রোজ মনন চুরি করে ।।

কবি – প্রসেনজীৎ চট্টোপাধ্যায়
65, D.P. Mukherjee Road
Sheoraphuli, Hooghly, West Bengal
copyright@Prasenjit Chatterjee