যদি কেউ ডাক শুনে তোর কেউ না আসে তবে একলা চলো রে ——–

0
675

অকারণ মুখোপাধ্যায়,দক্ষিণ ২৪ পরগনা – ‘যদি কেউ ডাক শুনে তোর কেউ না আসে তবে একলা চলো রে ——–’ কবি গুরু এই শ্বাশত বাণী আজ জলন্ত ভাবে প্রতিফলিত। বর্তমানে করোনা মহামারী কালে সকল কে যেন আলাদা করে দিয়েছে। সংক্রমণ এড়িয়ে দুরত্ব বজায় রেখে একা একা থাকাটাই বর্তমান সময়েই যথেষ্টই শ্রেয়। কবি গুরুর অমূল্য বাণী কে হাতিয়ার করে রবিবার ১৬০ তম জন্ম জয়ন্তীতে কবি গুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে ২৫ শে বৈশাখ পালন করলেন ক্যানিংয়ের বিশিষ্ট সমাজসেবী সমরেশ দোলুই।সমরেশ জানিয়েছে ‘ বর্তমানে করোনা অতি ভয়ঙ্কর রূপরধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। ফলে ইচ্ছা থাকলেও অন্যান্য বছরের ন্যায় লোকজন জড়ো করে অানুষ্ঠানিক কবি গুরুর জন্মদিন পালন করা সম্ভব নয় মহামারীর জন্য। কারণ জমায়েত থেকেই ভাইরাসে আরো বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারে।ফলে কবিগুরুর অমূল্য বাণী কে হাতিয়ার করে ২৫ বৈশাখ পালন করে ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here