তোমার সাথে ঢেউ খেলতে যাব…
তোমার কাছেই চার অক্ষরের বুলি!
চিনবো তোমায় নিরক্ষরের মত..
তোমায় নিয়েই মাখব কালিঝুলি!
তোমার হাতেই এই জীবনের রাশ.…
তোমার সাথেই ঘুমের পিছু পিছু!
স্বপ্নে তোমার সঙ্গে বোঝাপড়া…
আদাম ইভকে চিনছি কিছু কিছু!
অফিস যাবে কখন? বাড়ি ফেরা?
টিফিন খেলে? ভুরুতে আনচান!
তোমার জন্য বিকেল মন খারাপ;
রাতবিরেতে জোছনা মাখা স্নান!
খেলছি ফেলছি ছুঁড়ছি যত” যদি”…
অনিশ্চিতে ঠোঁট জোড়া ভিড় করে!
শ্রাবণ মাসেও ধার করলাম চাঁদ,
একলা আমার অহংকারী ঘরে!!
Leave a Reply