লেখচিত্র : প্রণতি ঘোষ।

ঘরের ভেতর ইতস্তত বিচ্ছিন্ন আঁধার স্থবির প্রকট,
অথচ জানালা দরজা খোলা রাখি সূর্যের রেশটুকু পাবো ব’লে..
সারাটাদিন উন্মুখ থাকি বাতাসের সাথে গল্পগাছার অছিলায়।
প্রতি মুহূর্তের প্রতিকূলতার স্রোত উপেক্ষা ক’রে..
মায়ামমতায় মাখা হৃদয়ের অলিন্দ নিঃশ্বাস খোঁজে বিশুদ্ধ পৃথিবীর কাছে।
উড়ে যাওয়া পাখি দেখি আকাশের ললিত নিমন্ত্রণে বন্ধনহীন।

তবুও আমি কিন্তু ঘরের মানুষ চার দেওয়ালের ভেতর সহস্র নির্জনতা।
এলোমেলো স্বপ্নগুলো সামনে এসে দাঁড়ায় নিঃশব্দে..
নিবিষ্ট হতে পারি না কোনোমতেই।
হাজার প্রদীপ শিখা ঘরের বাইরে জ্বলতে থাকে,
প্রত্যয়ী অশথগাছ উপচানো রোদ্দুরে স্নান করে যেন সমগ্র অবকাশ।

আমার খোলা জানালার কপাটে সমস্ত কাহিনী এসে ভিড় করে,
আত্মীয় অনাত্মীয় মুখগুলো ভেসে ওঠে এই জীবনের লেখচিত্রের আড়ালে..
দূরের আকাশের আবির্ভাব দেখবে ব’লে ইচ্ছেরা ফিরে ফিরে আসে বারবার মনেরই আঙিনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *