রিমঝিম রিমঝিম আষাঢ়ের বর্ষা
এই দেখি কালো মেঘ এই দেখি ফর্সা।
বেনে বৌ ধান তোলে টেনে মুখে ঘোমটা
ভিজে গিয়ে একসার খেল তাই ঝামটা।
গুড়গুড় ডাকে মেঘ থেকে থেকে বিজুরি
আজ তাই রান্নায় চালে ডালে খিচুড়ি।
ঘরে বসে কচি শোনে ঠাকুমার গল্প
মন চায় বৃষ্টিতে ভিজবে সে অল্প।
গাছেদের পাতা থেকে টুপটাপ বৃষ্টি
ঝিরিঝিরি ঝরে ধারা শ্রাবণের সৃষ্টি।
সুবাসিত বকুলের অপূর্ব বর্ণ
মনে হয় যেন ফুল জলে ভেজা স্বর্ণ!
জানালার রড ধরে আনমনা রূপসা
স্মৃতি নিয়ে ফিরে যায় চোখে দেখে ঝাপসা।
ধরনীর বুকে প্রেম হয়ে ঝরে বৃষ্টি
কদমের ফুলে চোখ টিকে যায় দৃষ্টি।
ঝুপ করে বাঁশবনে নেমে আসে সন্ধ্যে
ঝমঝম ঝরে ধারা উদাসীন ছন্দে।
রাস্তায় নেই কেউ সব কিছু বন্ধ
ডোবা ভরে,নালা ভরে,ভরে খানা খন্দ!
দূর বনে ঝিঁ ঝিঁ পোকা ডাকে বিন্যস্ত
জোনাকিরা আঁকে আলো তাই খুব ব্যস্ত।
সারারাত ঝরঝর অবিরাম ঝরছে
আনন্দে ব্যাঙগুলো ডেকে ডেকে মরছে।
শীত শীত ভাব নিয়ে ঢুলুঢুলু চক্ষে
বর্ষার রাত কাটে সুজনের বক্ষে।
আষাঢ়ের বারিধারা করে আজ সিক্ত
প্রেমিকের মুখ চেয়ে প্রেমিকা আরক্ত।