ভালোবাসা  : জয়া ঘোষ।

0
554

ও চোখে প্রেম সঁপেছি
প্রিয়তম আমার
প্রিয় ভালোবাসা তুমি

আলোকিত ওই চোখের আলো
জোছনার জোয়ার
ওখানেই আগলে রেখো

তিনপ্রহরের নদীজলে
আজও ভাসাও
সুখের তরী ডুবকাহনে

ডুবে গিয়ে চেয়ে দেখি
এ আমার সুখের মরণ
তানপুরায় সুর সেধেছি

তুমি সুখ
তুমিই অসুখ
বাঁশিতেই সাধন ভজন

সুখের আঁচল বিছিয়ে দিয়েও
বিরহ কুড়িয়ে আনি
ভালোবাসা আজও তোমায়
ভেতরঘরে সামলে রাখি।

** জয়া ঘোষ **

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here