কালবৈশাখীর ঝড়ে সে ভেঙে গিয়েও খুঁজেছে তোমায় ,
তুমি কি তার খবর রাখো ?
বুকের ভেতর মরুভূমি , চোখ অন্ধ মরিচিকায় ,
তুমি কি তার খবর রাখো?
ঝড়ের স্রোতে কৃষ্ণচূড়া হারিয়ে গেছে ,
তুমি নাহয় এবার তাকে এক মুঠো আদর দিও …
ভেজাচুলের গন্ধে নীরবতার বিষ মিশেছে ,
তুমি নাহয় তাতে এবার প্রেম মিশিয় …
রাতের শহর , বর্ষা নামার প্রবলতা ,
তুমি নাহয় ঠোঁটের ভাঁজে তার কান্না রেখো …
পাতার ভাঁজে , মাঝরাতের শূন্যতা,
তুমি নাহয় মনের মাঝে তার নাম লিখো ।।
—-তানিষ্কা হাজরা ।।