প্রেম জ্বালা দিয়ে কেন গেলে চলে !
যদি নাই পারবে নেভাতে ?
চেয়ে দেখো অনিমেষ এ কায়া পুড়ছে
কামনা শক্তি হৃদয়ে !
কেন বলোতো কি ছিল ছোঁয়ায়
হুল ফোটা ও পরশে !
জ্বলছে আগুন চুম্বন ক্ষিদে মেটাও সারা শরীরে।
কি জানি কখন আমিও জানি না
নিজেকে দিয়েছি বিলিয়ে !
কোথায় কিসের খামতি ছিল বলো না ওগো
নিঃস্ব করলে না তো দেহ মিলিয়ে !
মুক্তি অনল প্রেম শিখা দিয়ে শুদ্ধি করো আমাকে
শরীর তো মায়া মোহ জালে ফাঁদা আছে জানা
বাঁধা আছি তবু সে মায়াতে !
কামারপুকুর।
হুগলি।