মদম দাদা মাইরি বলছি ,লাগছিলো বেশ লাভলী
জেলকেলিটা জমতো আরো ,থাকলে একটা ডাফলি॥
কে জানতো কুব্রতদার – এমন কপাল মন্দ !
গ্রহের ফেরে এই বয়সে ,কাটছে যে সব ছন্দ॥
কবি বাবু ব্যস্ত মানুষ ,থাকলে হবে জেলে?
ভুললে হবে তাঁর দয়াতেই – হেকিমি টীকা মেলে॥
অশোভন ই দেখিয়ে দিলো – ডবল সিলিন্ডার ,
থাকলে ঘরে , ভয় কি ওরে ,জেল তো কোন ছার !!
নকুল বাবুর আড়াল থেকে, ফেরেঞ্চকাট হাসি ,
শুভেন বাবা নিরাপদে ,বাজায় বসে বাঁশি॥
কে বলে গো এই প্রভাতে ,এরা সব ঘুষখোর ,
আসলে এরা মহামানব ,আদর্শবান চোর॥
সারাটা দিন আমজনতা মজে নানান রঙ্গে ,
এমন মজা মিলছে ফ্রিতে , আমাদেরই বঙ্গে॥
********