কৃষ্ণনগরের বহু প্রাচীন জাগ্রত “বুড়িমা” মা সুসজ্জিত হন স্বর্ণালঙ্কারে।

0
635

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার কৃষ্ণনগরে চাষাপাড়া বারোয়ারীর জগদ্ধাত্রী মা “বুড়িমা” পূজিত হন নবমীতে। অষ্টমীর সন্ধ্যা থেকে “বুড়িমা” কে স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করে চাষাপাড়া পুজো কমিটি। আনুমানিক সাড়ে 400 ভরি স্বর্ণালংকার ভূষিত হয় বুড়িমা। এই বছর 249 তম বর্ষে পদার্পণ করল কৃষ্ণনগরের ঐতিহ্যমন্ডিত বুড়িমার পূজো। ভক্তদের বিশ্বাস বুড়িমার কাছে যা চাওয়া হয় তার মনোস্কামনা পূর্ণ করেন বুড়িমা। ফলে দমদম ক্যান্টনমেন্ট এর থেকে আগত বৃহন্নালারাও এসে তাদের মনষ্কামনা পূর্ণ হওয়ায়,মাকে স্বর্ণের টিপ প্রদান করেছেন। পাশাপাশি বহু অগণিত ভক্ত রা তারা ও স্বর্ণালংকার দান করছেন বুড়ি মাকে। বুড়ি মা কে দেখার জন্য মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে। দর্শনার্থীরা যেন মাক্স ছাড়া পুজো মণ্ডপে ঢুকতে না পারে, তার জন্য কঠোরভাবে পুলিশি নজরদারি রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে । ভির নিয়ন্ত্রণে ও পুলিশ তৎপর রয়েছে।

বাইটঃ গৌতম ঘোষ (সম্পাদক, চাষা পাড়া বারোয়ারি)
বাইটঃ হ্যাপি মাসি (বৃহন্নলা, দর্শনার্থী)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here