অভিমান তোমার যেমন, আমারও!
তোমার জন্য আমি সব নিয়ম ভেঙেছিলাম ।
সুক্ষ অনুভূতির ঘরে আজ তোলপাড় মন–
তাই বুঝি বৈরাগ্য নীরবে।
মাছিমারা কেরানীর মতো একঘেয়ে জীবনে–
আরও একবার তুফান।
অশ্রুসিক্ত নীরব কান্নায় —
অভিমানের ঘরে যুদ্ধ!
কে জয়ী হবে জানি না —
তবে,
অভিমানের রুক্ষতা, কঠোরতা–
তোমাকে বিব্রত করবে একদিন।
আমার আকাশটা এখন ধোঁয়াশাচ্ছন্ন,
তোমার চোখে লেগে আছে নীল কাজল।
যদি রাত জাগা পাখি হয়ে আমার নীলাকাশ ফিরিয়ে দাও —
তাহলে আমি খুশি হবো।
মূল্যবান হিরে – পান্নার প্রাসাদে আমার মৃত্যু!
বেঁচে থাকার জন্য ভালোবাসার ঘরে আমার অভিমানটা বড়ো নিষ্ঠুর।