ফুলের মুখোমুখি : মহীতোষ গায়েন।

0
431

যা চলে যা মন দিয়েছি
ঐ বাগানের ফুলে,
ভালোবাসা খুন হয়েছে
কামড়েছে ভিমরুলে।

এবার আবার হাতে নিয়েছি
ভোরের গোলাপ ফুল,
হৃদয় ঘরে ঘুণ ধরেছে
ভাঙছে হাজার ভুল।

ফুল চোরেরা গভীর রাতে
গাঁথছে ফুলের মালা,
চাঁদের আলোয় ভাসছে দেখ
সুখের বরণডালা।

ভাবছে সবাই ভাঙবে বাসর
ভাঙবে জীবন সুখ,
ফুলের ভিতর,বীজের ভিতর
হাসে প্রেমের মুখ।