নদীয়া চাকদহ সম্প্রীতি মঞ্চে অষ্টম নাট্য উৎসব শুরু হলো আজ।

0
327

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- শীত পড়তেই নাটকের মরশুম শুরু হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারেও চাকদাহ নাট্য বাসনার আয়োজনে সম্প্রতি মঞ্চে বিশিষ্ট নাট্যকার সুরজিৎ দেবনাথের উপস্থিতিতে উদ্বোধন হলো অষ্টম নাট্যমেলা 2021
আজ 11 ডিসেম্বর এবং আগামীকাল 12 ই ডিসেম্বর চলবে দুদিন ধরে। জেলা এবং জেলার বাইরের মোট পাঁচটি নাট্য দল অংশগ্রহণ করবেন যার মধ্যে অন্যতম অভিনেত্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here