বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বাঙালির পক্ষ থেকে প্রতিবাদ সভা।

0
314

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগে পশ্চিমবঙ্গের সকল চাকুরিতে নিযুক্ত করার দাবিতে বাংলার পক্ষ সংগঠনের পক্ষ বিক্ষোভ সভা। তাদের দাবি শিল্প সমৃদ্ধ পূর্ব মেদিনীপুর জেলা, হলদিয়ায় কারখানা রয়েছে, কোলাঘাটের তাপ বিদ্যুতকেন্দ্র রয়েছে,কাজ আছে, তবু বাঙালির কোনো কাজ নেই। এটা ভারতবর্ষের কোনে রাজ্যে এমন নেই যা পশ্চিমবঙ্গে রয়েছে।
লাখ লাথ কোটি কোটি টাকার শিল্প তৈরি হবে বাইরের লোকে সব খেয়ে যাবে, কিন্তু আমাদের রাজ্যের মানুষের কাছে ভুয়া। আমরা শুধু ভাববো শিল্প কোথায়!
তাই বাংলায় কাজ আছে তবু বাঙালির কাজ নেই, যেহেতু বাঙালির কাজ নেই তাই ভাববে বাংলায় কাজ নেই।
মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন স্থানীয়দের বেশি অগ্রাধিকার দেওয়া হবে,যাঁরা বাংলা ভাষা জানে, বাঙালিয়ানা যাঁরা, তবু তা কথা দিয়েও কথা রাখেননি তিনি। এই জেলার দেশপ্রেমীদের মাটিতে কোলাঘাট মেছেদা এলাকায় ব্যবসা করার নামে বাঙালির জমি বেআইনী ভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বাঙলার মাটিতে দাঁড়িয়ে যাঁরা শের মনে করছে নিজেদের তাঁদের বলছি একটু ভাবুন। আর এই কোলাঘাট মেছেদার মাটিতে যদি কোনো শের থাকে তবে সে হবে বাঙালির ঘরের ছেলে। এমনই হুঁশিয়ারি দিলেন বাংলা পক্ষের কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here