গৃহবধূকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে কাঁথি কাঠপুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

0
380

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিলহলো গ্ৰামবাসিরা । রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার মাজনায় কাঁথি -কাঠপুল রাজ্য সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখানো স্থানীয় এলাকার বাসিন্দারা,এইদিন গ্রামবাসীরা মাজারে রাজ্য সড়কের উপরে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভে সামিল হন। পাশাপাশি গ্ৰামবাসিরা পুলিশের নিষ্ক্রিয়তারও অভিজোক তোলেন। তাদের দাবি, রাতের অন্ধকারে পুলিশ দোষী ব্যক্তিদের গ্রেফতার না করে নির্দোষ গ্রামবাসীদের গ্রেফতার করছে। সেই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে পুলিশ বলে গ্রামবাসীদের অভিযোগ। গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের পক্ষ থেকে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এইদিন গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে প্রতিকি প্রতিবাদে সামিল হয়। অবশেষে কাঁথি থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। প্রসঙ্গত, গত ৪ই ডিসেম্বর কাঁথি থানার মার্জনা গ্ৰামে এক গৃহবধূকে তার শ্বশুর মির্জা ভাঁদো বেগ ধর্ষণ করে ও খুন করে বলে অভিযোগ। এরপরে কাঁথিথানায় এই বিষয় খুনর অভিযোগ দায়ের করা হয় মৃতার পরিবারের তরফে। কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করে নিরীহ গ্রামবাসীদের গ্রেপ্তার করছে। এরই প্রতিবাদ জানিয়ে এইদিন গ্রামবাসীরা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ ফেটে পড়েন এবং প্রতিবাদে সামিল হন। গ্ৰাম বাসীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here