সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বেআইনি আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত বকুলতলা ও কাশীপুর থানার পুলিশ।রবিবার অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করার পাশাপাশি ৪ টি ছোট এবং একটি বড় বন্দুক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চারটি কার্তুজও।
গোপন সুত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুটি বড় বন্দুক ও দুরাউন্ড কার্তুজ সহ দুজন কে গ্রেফতার করে। অন্যদিকে বকুলতলা থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ২টি বড় বন্দুক ও ১টি ছোট বন্দুক সহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
উল্লেখ্য গত কয়েকদিন আগেই জীবনতলা থানা এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেয়ে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র সহ তৈরী করার সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ।