লাটাগুড়িতে জঙ্গল ঘেরা রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে কাটারিংয়ের কাজে এসে হাতির আক্রমণে মৃত্যু হলো দশম শ্রেণীর এক ছাত্রের।

0
400

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-লাটাগুড়িতে জঙ্গল ঘেরা রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে কাটারিংয়ের কাজে এসে হাতির আক্রমণে মৃত্যু হলো দশম শ্রেণীর এক ছাত্রের। জলপাইগুড়ি জেলার জঙ্গল ঘেরা লাটাগুড়িতে গড়ে উঠেছে একাধিক রিসোর্ট, যে গুলো মূলত জঙ্গল এর খুব কাছাকাছি, এই সব রিসোর্টে পর্যটকদের পাশাপাশি বিভিন্ন সময় নানান অনুষ্ঠানের আয়োজন চলে, এমন একটি বিয়ের অনুষ্ঠানে অন্যান্য দের সঙ্গে কিছু অর্থ উপার্জনের তাগিদে ক্যাটারিং কর্মী হিসেবে শুক্রবার এসেছিলো শিলিগুড়ি শক্তিগর বিদ্যাপীঠের দশম শ্রেণীর এবং এলাকার উদীয়মান ফুটবল খেলোয়াড় ছাত্র বিপ্লব সরকার, শনিবার দুপুরে অনুষ্ঠান স্থলের পাশেই জঙ্গলে যায় বেশ কয়েকজন, তবে অনুষ্ঠান স্থলে ফিরে এসে বাকিরা দেখে বিপ্লব নেই, এর পরেই শুরু হয় খোঁজ, পরে উদ্ধার হয় হাতির পায়ে পিষ্ঠ বিপ্লবের নিথর দেহ, সোমবার জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে, ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here