আবদুল হাই, বাঁকুড়াঃ বাংলার ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই।এ এক ধরনের রক্তাক্ত খেলা। এই মোরগ লড়াইয়ে প্রশিক্ষণ প্রাপ্ত মোরগেরা এই খেলায় অংশগ্রহণ করে। শক্ত ঠোঁট ও নখের সাহায্যে এ লড়াই চলে। প্রশিক্ষণ প্রাপ্ত মোরগেরা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে একে অপরের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের ন্যায় প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই মোরগ লড়াই খেলা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ অন্যান্য জায়গায় আজও প্রচলিত আছে।এদিন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মানিক বাজার অঞ্চলের কাস্টসাঙগা গ্রামে এই ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। এই খেলায় ৫০০০ হাজার মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করে। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা মোরগ লড়াই খেলা দেখতে ছুটে আসে।