বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূমের গ্রামে-গঞ্জে সারা অগ্রহায়ণ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। এই উৎসব বজায় রাখে গ্রামীণ সংহতি।দুবরাজপুর ব্লকের ‘পণ্ডিতপুর’ গ্রামে আজ মোদক সম্প্রদায়ের নবান্ন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে “গণেশ জননী” পূজা। পুজোর পরম্পরা অনুসারে পরিবার পিছু একটি করে আলপনা আঁকা ঘট স্থাপন করা হয়। হয় হোম-যজ্ঞ, প্রসাদ বিতরণ। পুরোহিত নারায়ণ চক্রবর্তী ছিটিয়ে দেন শান্তিবারি।এই ভাবেই “নবান্ন উৎসব” কে ঘিরে টিকে থাকে ধর্মীয় লোকায়ত- সংস্কৃতি। এই পুজো অন্ততঃ তিনশ বছরের প্রাচীন। তবে এবারও করোনা পরিস্থিতির কারণে উৎসবের আনন্দ অনেকটাই ম্লান বলে জানিয়েছেন গ্রামের প্রবীণ নাগরিক সাধুদাস রুজ।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, বীরভূম।