শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষা মূলক বই তুলে দিলেন জলপাইগুড়ি ফনিন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকারা।

0
406

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশে শিক্ষা মূলক বই তুলে দিলেন জলপাইগুড়ি ফনিন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকা নিজেদের উদ্যোগে বই মেলার থেকে বই কিনে তা শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দিলেন। সোমবার শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিক চৌধুরীর হাতে এই বই গুলো তুলে দেন ফনিন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বই পেয়ে শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিক চৌধুরী বলেন বই গুলো ছাত্র ছাত্রীদের খুবই কাজে আসবে। বিদ্যালয়ের কয়েক জন ছাত্র ছাত্রী খুব বই পড়তে ভালবাসে তাদের কাছে এই বই পড়ার উৎসাহ আরো বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফনিন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আলোচনা করে বই কিনতে টাকা সংগ্রহ করেন। বই মেলার থেকে বই কিনে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে। আশা করি এই বই গুলো তাদের উপকারে আসবে।