মাথভাঙ্গায় রাতের অন্ধকারে বাড়ির ভেতরে মদের খালি বোতল দিয়ে ঢিল, তদন্তে পুলিশ

0
398

মনিরুল হক, কোচবিহারঃ রাতের অন্ধকারে মদের খালি কাচের বোতল দিয়ে বাড়ির ভিতরে ঢিল ছোড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশের দ্বারস্থ মাথাভাঙা শহরের এক বাসিন্দা। মাথাভাঙা ১১ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দার নাম নিবারণ দত্ত।
অভিযোগ, গতকাল রাতে দুষ্কৃতিরা চার পাঁচ টি মদের খালি কাচের বোতল বাড়ির ভিতরে ছুঁড়ে মারে। এতে বোতল ভেঙে গোটা বাড়িতে কাচের টুকরা ছড়িয়ে পড়ে। সকালে ঘুম উঠে নিবারণ বাবুর স্ত্রী প্রথমেই দেখতে পেয়ে সকলকে সতর্ক করে দেন। এই ঘটনায় নিবারণ বাবুর পরিবার আতঙ্কিত হয়ে মাথাভাঙা থানার দ্বারস্থ হন। পরে পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত করে দেখে।
নিবারণ বাবু বলেন, ব্যক্তি কাজে বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরেই খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। পাশেই কীর্তনের অনুষ্ঠান দেখে সাড়ে ১১ টা নাগাদ ছেলে ও স্ত্রী বাড়ি ফিরে গেট লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখি বাড়ির সামনে মন্দির সহ গোটা বাড়িতেই এভাবে কাচের বোতল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পুলিশকে গোটা ঘটনা জানাই।”
এবিষয়ে মাথাভাঙা মহাকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) সুরজিৎ মন্ডল বলেন, পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here