তমলুক জেলা আদালতের নতুন ভবন উদ্বোধনের প্রথম দিনই আইনজীবিদের বিক্ষোভ নতুন ভবনেনের সামনে।

0
457

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর তমলুকে জেলা আদালতের নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়, ভার্চুয়ালি ভাবে এই নতুন ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, ও আইনমন্ত্রী মলয় ঘটক। এর পরেই আইনজীবিদের বসার জায়গা নিয়ে একাটা সমস্যা দেখা দেয়। আইনজীবীদের দাবি আদালতের নতুন ভবন হলেও, আইনজীবীদের জন্য কোনো বসার জায়গার কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের আরও দাবি বিগত দিনে ডিস্ট্রিক্ট জাজ আইনজীবীদের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তমলুক আদালতে কর্মরত আইনজীবীদের একটি বসার জায়গা দেওয়া হবে।আজ জেলা আদালতের নতুন ভবন উদ্বোধন হলেও আইনজীবীরা বসার জায়গা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।তাদের দাবি নতুন বিল্ডিং এর আশেপাশে আইনজীবীদের বসার জায়গা না করার ফলে কাজ করতে সমস্যা হবে আইনজীবিদের, ফলে যতক্ষণ না আইনজীবীদের বসার ব্যবস্থা করাহছে ততক্ষণ কাজ বন্ধ থাকবে এমনটাই জানায় আইনজীবীরা।নতুন বিল্ডিং এর বসার জায়গা দাবিতে আইনজীবীরা পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিল্ডিং এর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।উদ্বোধনী দিনেই এই ধরনের গন্ডগোলের ফলে চাঞ্চল্য তৈরি হয়েছে কোর্ট চত্বর জুড়ে।