শুরু হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেষ্ট পরীক্ষা।

0
331

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্য সরকারের নির্দেশে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেষ্ট পরীক্ষা।সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলে সেই চিত্র দেখা গেল। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র ও ছাত্রীদের মনে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।রাজখামার হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, রাজ্য সরকারের নির্দেশ মেনে দশম ও দ্বাদশ শ্রেণীর টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র ও ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।৩০০ জনের বেশি ছাত্র ও ছাত্রীরা পরীক্ষায় বসেছে।