সারাদিন কৃষি কাজ করে প্রচণ্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে মধ্য রাত পর্যন্ত ফসল পাহারা দিয়েও রক্ষা হচ্ছে না ফসল।

0
433

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারাদিন কৃষি কাজ করে প্রচণ্ড ঠাণ্ডাকে উপেক্ষা করে মধ্য রাত পর্যন্ত ফসল পাহারা দিয়েও রক্ষা হচ্ছে না ফসল। এমনি ঘটনা ঘটলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গল থেকে বেড়িয়ে দক্ষিণ দেওগাঁয়ের বিকাশ চন্দ্র দাসের প্রায় এক বিঘা বাঁধাকপি ক্ষেত,আধা বিঘা বিম ক্ষেত,লঙ্কা ক্ষেত তছনছ করে দেয় হাতির দল। ক্ষতিগ্রস্থ কৃষক বিকাশ চন্দ্র দাস জানান, ‘ফসল উৎপাদন করেও নিশ্চিন্তে সেই ফসল ঘরে তুলতে পারছি না। বহু টাকা ব্যয় করে বিভিন্ন ফসল, শাক সবজি চাষ করি। কিন্তু শেষ মুহূর্তে হাতির দল এসে সব শেষ করে দিয়ে নিঃস্ব করে দিচ্ছে।’ বনদপ্তরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন এলাকার কৃষকেরা।