অতি ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণের দাবি নিয়ে জেলাশাসক ও কৃষি দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন।

0
333

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- জাওয়াদের ফলে অতি ভারী বৃষ্টিপাত আর তার ফলেই সমস্যায় আলু চাষীরা।জানা গিয়েছে কৃষি ঋণ নিয়ে অধিকাংশ চাষী আলু চাষ করেছিলেন ভালো ফসলের আশায়।কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলের তলায় কৃষিজমি গুলি,ফলে সমস্যার মধ্যে পড়েছে এলাকার চাষিরা। চাষীদের তরফ থেকে জানা গিয়েছে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা খরচা করে আলু চাষ করে ছিলেন ভালো লাভের আশায় এলাকার চাষীরা।ইতিমধ্যেই ক্ষতিপূরণের দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা। তাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের দাবি নিয়ে বুধবার সারাবাংলা আলু চাষী সংগ্রাম কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক ও কৃষি দফতরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের পর জানানো হয় হঠাৎ বৃষ্টির কারণে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে আলু চাষের ক্ষতি হয়েছে। এই বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষীরা। আলু জমিতে জল জমে যাওয়ায় আলুতে পচন ধরেছে । এই অবস্থায় আলুচাষিদের বিঘা প্রতি ক্ষতিপূরণ ও ঋণ মুক্তির দাবিতে বুধবার এই বিক্ষোভও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।তবে চাষীদের এই দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সারাবাংলা আলুচাষি সংগ্রাম কমিটির সদস্যরা।