বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- মানুষের দরজার কাছে সুচিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বীরভূম জেলার উপহার ওয়েলফেয়ার সোসাইটি ও দুবরাজপুরের সমব্যথী। তাই আজ দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু সংঘের পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সুগার, প্রেসার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জী সহ আরো অনেকে। এদিন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য এই শিবিরে রোগীদের চিকিৎসা করেন। আজকের এই শিবিরে 62 জন মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং চিকিৎসাও করা হয়।