নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- “ধর্ম যার যার উৎসব সবার” এই আহ্বান নিয়ে শীতের শুরুতেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্কুল ময়দানে ডেবড়া উৎসব ২০২১ এর শুভ উদ্বোধন হলো বুধবার সন্ধ্যায়। ১৯ বছর পূর্তি উপলক্ষে এবছরের উৎসবের আকর্ষণ ছিল বেশ জমজমাট। মেলা চলবে আগামী ২৩ শে ডিসেম্বর পর্যন্ত।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ডক্টর হুমায়ুন কবীর, ডেবরা BDO শিঞ্জিনী সেন, ডেবরা থানার OC, ডেবরা হসপিটালের BMOH, উৎসব কমিটির সম্পাদক তথা ডেবড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ কর সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন,এইদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী চাঁদনী সাহা।বালিচক উৎসবে আগত প্রতিটি দর্শকদের অনুষ্ঠান কর্তৃপক্ষের তরফ থেকে কোভিদ বিধি মান্য করার আহ্বান জানানো হয়। আগত সমস্ত অতিথিবর্গরা অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষের প্রতি একটি বার্তা বারংবার জানিয়েছেন যে, কোভিদ এর নতুন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা এবং প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা। যাদের ভ্যাকসিন নেওয়া এখনও বাকি তারা যেন অবশ্যই ভ্যাকসিনের দুটো ডোজ শীঘ্র পুরন করেন। মেলায় বিকিকিনি র পাশাপাশি সমস্ত স্তরের মানুষের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।